৫০ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ-মাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯০.৭৯%
Higher Secondary results published after 50 days, pass rate 90.79%

Truth Of Bengal: ২০২৫ সালের উচ্চ- মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল মাত্র ৫০ দিনের ব্যবধানে। এবারের পরীক্ষা শেষ হয়েছিল ১৮ই মার্চ, আর ফলাফল প্রকাশিত হল ৭ই মে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, কোভিড-পরবর্তী সময়ের মধ্যে এই বছরই ফলাফল সবচেয়ে ভালো।
মোট ৪ লাখ ৮২ হাজার ৯৪৮ জন রেগুলার পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় বসেছিলেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। পাশ করেছেন ৯০.৭৯% পরীক্ষার্থী। ছেলেদের পাশের হার ৯২.৩% এবং মেয়েদের ৮৮.১২%। যদিও ছাত্রীদের সংখ্যা ছেলেদের তুলনায় ৪৭ হাজারের বেশি। পর্ষদের মতে, কন্যাশ্রী প্রকল্প এর পিছনে বড় ভূমিকা রেখেছে।
পাশের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা (৯৫.৭৪%), দ্বিতীয় উত্তর ২৪ পরগনা (৯৩.৫৩%) ও তৃতীয় কলকাতা (৯৩.৪৩%)। বিষয়ভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাশের হার সবচেয়ে বেশি—৯৯.৪৬%। বাণিজ্য বিভাগে ৯৭.৫২% এবং কলা বিভাগে ৮৮.২৫% পরীক্ষার্থী পাশ করেছেন।
এই বছরে সেরা ১০-এ জায়গা করে নিয়েছেন ৭২ জন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন চারজন পৃথক পরীক্ষার্থী। এই বছরে প্রথমবারের জন্য ব্যবহার করা হয়েছিল মেটাল ডিটেক্টর। প্রশ্নপত্র ফাঁসের কোনও অভিযোগ আসেনি। মোবাইল ফোনসহ ধরা পড়া ৮ জনের পরীক্ষা বাতিল হয়েছে।
আগামী বছর থেকে বার্ষিক নয়, সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চ মাধ্যমিক। তৃতীয় সেমিস্টার শুরু হবে ৮ সেপ্টেম্বর, শেষ ২২ সেপ্টেম্বর। দ্বিতীয় সেমিস্টার হবে ১২ ফেব্রুয়ারি থেকে। ফলাফল জানা যাবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে (https://wbchse.wb.gov.in)। এবার প্রথমবারের মতো মার্কশিটে যুক্ত করা হয়েছে কিউআর কোড। আগামীকাল সকাল ১০টা থেকে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে ছাত্রছাত্রীরা।