দোলে উত্তর ও দক্ষিণবঙ্গে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস
Heavy stormy rain forecast in North and South Bengal

The Truth Of Bengal: বসন্ত মানেইতো শুরু মনোরম আবহাওয়ার দিন। এতদিন ধরে আপাতত শুষ্ক আবহাওয়া কিছুটা বজায় থাকলেও এবার বেশ কিছু জেলায় সামান্য নামবে তাপমাত্রা। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরমের অনুভূতি খানিকটা বাড়বে। অসম ও সংলগ্ন অঞ্চলে সৃষ্ট ঘূর্ণবাতের কারণে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দোল এবং হোলিতে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। তবে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দোলে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে সোমবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
এদিকে উত্তরবঙ্গে কিছুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাসও মিলেছে। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় আর অন্যদিকে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পুত্রের খবর সোমবার হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মঙ্গলবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে।