তুমুল বৃষ্টি শহরে, পুরসভায় জরুরি বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম
Heavy rain in the city, Mayor Firhad Hakim in an emergency meeting in the municipality

The Truth Of Bengal: জরুরি বৈঠকে কলকাতা পুরসভায় মেয়র ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার তুমুল বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় জল জমে। জমা জল দ্রুত সরাতে মেয়র পরিষদ নিকাশি তারক সিং-সহ পুরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে বৈঠক করেন ফিরহাদ হাকিম। কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি সেরে রাখতে নির্দেশ দেওয়া হয় বৈঠকে।
এখন খুব বেশি বৃষ্টি হলেও বেশিক্ষণ জল জমে থাকবে না রাস্তায়। কারণ, ড্রেনেজের প্রচুর পলি তোলা হয়েছে এবার। সেই সঙ্গে পাম্পিং স্টেশনের পাম্পগুলি সব মেরামত করে রাখা হয় অনেক আগেই। এখনও বর্ষা নামেনি। বর্ষার সময় শহর যাতে ডুবে না যায় তার জন্য অনেক আগে থেকেই সচেষ্ট কলকাতা পুরসভা।
এদিন আর একটি বৈঠকে আর একটি বড় সিদ্ধান্ত হয়েছে। কলকাতা পুরসভার মতো বিভিন্ন পুরসভা এলাকায় বেআইনি বাড়ি নির্মাণের ক্ষেত্রে কঠোর হবে নগর উন্নয়ন দফতর। কলকাতা পুরসভার এসওএস পাঠানো হয়েছে সেই সব পুরসভাগুলিকে।