কলকাতা

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গে কি ফিরবে গরম ও অস্বস্তিকর তাপমাত্রা? কি বলছে হওয়া অফিস

Weather Update

The Truth of Bengal: রেমাল কেটে গেলেও তার রেশ কাটছে না। দুদিন ধরে উত্তরবঙ্গে চলছে ঝড় বৃষ্টির তাণ্ডব। আজও উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস । ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায়। বৃহস্পতি ও শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অসমে তৈরি হয়েছে নিম্নচাপ।

যার জেরে আগামী পাঁচদিন উত্তরের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১ জুন ভোটের দিন কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় সহ রাজ্যের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এরপর গণনার দিনও বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের জেলাগুলি।

আগামী, ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে দমকা হাওয়াও। পাশাপাশি কোথাও কোথাও ৩০-৪০ কিমি বেগে ঝোড়া হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ রয়েছে। এর মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করলে আগামী ১০ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছে আবহাওয়া অফিস।

Related Articles