হু হু করে বাড়বে তাপমাত্রা, বঙ্গে জারি তাপপ্রবাহের সতর্কতা
Heat wave warning issued in Bengal

Truth Of Bengal: বাড়ছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে জারি হল তাপপ্রবাহের সতর্কতা। একধাক্কায় অনেকটায় বাড়বে পারদ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই চার জেলাতে তাপপ্রবাহ চলবে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ বা তার বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আগামী রবিবার ( ১৬ মার্চ) কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি বেশি থাকতে পারে।
বর্তমানে কলকাতার তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেছে। অন্যদিকে পশ্চিম বর্ধমানের পানাগরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেছে তাপমাত্রা। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এবং বাঁকুড়ার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। কলাইকুন্ডা ও পুরুলিয়াতেও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। আগামী বেশ কয়েকদিন নেই বৃষ্টির পূর্বাভাস। বলা যায়, আগামী দিনে দক্ষিণে হু হু করে বাড়বে তাপমাত্রার পারদ।
অন্যদিকে দক্ষিণবঙ্গের তাপপ্রভাব চললেও উত্তরবঙ্গে আবহাওয়ার চিত্রটা খানিকটা আলাদা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, বৃহস্পতিবার উত্তরবঙ্গে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে শুক্রবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং পার্বত্য জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দার্জিলিং ও কালিম্পং বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।