দক্ষিণে তাপপ্রবাহের সর্তকতা,উত্তরে স্বস্তির বৃষ্টিপাত,জানুন আবহাওয়ার খবর
Heat wave warning in the south, relief rain in the north, know the weather news

The Truth Of Bengal: আবারো হড়মুড়িয়ে বাড়ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তাপমাত্রা বাড়ার স্বামীর সাথে বঙ্গে এসে হাজির হয়েছে অসহ্যকর তাপপ্রবাহ। আর এই তাপপ্রবাহ ও তাপমাত্রার বাড়ার মাঝেই ব্যবসা গরমে নাজেহাল রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে কেরলের নির্দিষ্ট দিনের আগে বর্ষার আগমন হলেও আপাতত দক্ষিণবঙ্গে বর্ষে শুরু হয়নি।
অপরদিকে গত মাসে শেষের দিকে উত্তরবঙ্গেও বর্ষা প্রবেশ করেছে। যার ফলে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আটকে থাকার ফলে বৃষ্টিপাত শুরু হচ্ছে না। তবে চলতি মাসের ১২ থেকে ১৩ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস । এছাড়াও হাওয়া অফিসে তরফ থেকে আরও জানানো হয়েছে আগামী দুদিন দক্ষিণবঙ্গে আরো দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। যদিও না রবিবার আদ্রতাজনিত কারণে গরম বজায় থাকবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলায়। এছাড়াও রবিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের তাপপ্রবাহের সম্ভাবনা থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
রবিবার তাপপ্রবাহের সম্ভাবনা থাকে বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের ও সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে গরমের দাপট থাকলেও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির তান্ডব চলবে । রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , কোচবিহারে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। পাশাপাশি উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস