কলকাতারাজ্যের খবর

৮ মে থেকে গরমের দাপট বাড়বে দক্ষিণবঙ্গে, পারদ চড়বে ৩-৫ ডিগ্রি

Heat wave to intensify in South Bengal from May 8, mercury to rise by 3-5 degrees

Truth of Bengal: কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলা যেমন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা—এই জেলাগুলিতে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এছাড়া যেসব জেলায় বুধবার ঝড়-বৃষ্টি হতে পারে: পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর,দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদীয়া।

বৃহস্পতিবার অর্থাৎ ৮ মে থেকে ধীরে ধীরে দুর্যোগ কমবে। বৃষ্টিপাত হ্রাস পাবে এবং তার ফলস্বরূপ দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রা বাড়বে। কলকাতাতেও তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। গরম ও আর্দ্রতা মিশ্রিত অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে।

৯ ও ১০ মে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর – এইসব জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও ওই সময় গরমের দাপট থাকবে।

১২ মে থেকে ফের একবার দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার আগের কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে রুক্ষ ও উত্তপ্ত।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আগামী পাঁচ দিনের মধ্যে। তবে ১০ মে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার প্রভৃতি জেলায়। অর্থাৎ, উত্তরের জেলাগুলিতে গরমের সঙ্গে বৃষ্টিও চলতে থাকবে।

Related Articles