কলকাতা

এক দিনের জন্য বাংলায় শুনানি! মাতৃভাষা দিবসে অভিনব ভাবনা কলকাতা হাই কোর্টের

Hearing in Bengali for a day! Calcutta High Court's innovative idea on Mother Language Day

Truth Of Bengal: এক অভিনব সিদ্ধান্ত নিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী শুক্রবার হাই কোর্টের ১৯ নম্বর এজলাসে সম্পূর্ণ বাংলায় শুনানি হবে। আইনজীবীদের বাংলাতেই সওয়াল-জবাব করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু।

বাংলা ভাষার প্রতি সম্মান

বিচারপতি বসুর মতে, ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানানোর দিন। সেই উপলক্ষেই তিনি চান, অন্তত একদিন আদালতের শুনানি বাংলায় হোক। আদালত সূত্রে জানা গেছে, ওই দিন বিচারপতির এজলাসে উপস্থিত সব আইনজীবীদের বাংলায় সওয়াল করতে বলা হবে। গোটা দিনজুড়ে বাংলাতেই চলবে শুনানি।

প্রশ্ন ও চ্যালেঞ্জ

এই সিদ্ধান্তকে ঘিরে কিছু প্রশ্ন উঠেছে। যেমন, শুনানি বাংলায় হলেও আবেদন ও রায় ইংরেজিতেই লেখা হবে। ফলে ইংরেজির জটিল আইনি পরিভাষার বাংলা অনুবাদ করাটা চ্যালেঞ্জের হতে পারে। এছাড়া, হাই কোর্টের অনেক আইনজীবী বাংলায় সাবলীল নন। তাঁদের ক্ষেত্রে কী হবে? তবে আদালত স্পষ্ট করেছে, বাংলায় কথা বলা বাধ্যতামূলক নয়। যারা বাংলা জানেন না, তারা ইংরেজিতেই সওয়াল করতে পারবেন।

পূর্বের নজির

এর আগেও বাংলায় শুনানির নজির রয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাই কোর্টে থাকাকালীন এক সপ্তাহ ধরে বাংলায় শুনানি করেছিলেন। সাধারণ মানুষের বুঝতে সুবিধা হোক, সেই উদ্দেশ্যেই তাঁর এই সিদ্ধান্ত ছিল।

আদালতে ভাষার ব্যবহার

সাধারণত কলকাতা হাই কোর্টে শুনানি হয় ইংরেজিতে। তবে দেশের কিছু হাই কোর্টে হিন্দিতেও সওয়াল-জবাব হয়। কলকাতা হাই কোর্টেও কিছু নির্দেশনামা বাংলায় প্রকাশিত হয়েছে। এমনকি সুপ্রিম কোর্টের কিছু গুরুত্বপূর্ণ মামলার রায়ও বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রকাশিত হয়েছে।

বিচারপতি বসুর এই উদ্যোগ বাংলা ভাষার প্রতি এক বিশেষ সম্মান প্রদর্শন। এটি বাংলার আইনজীবী ও সাধারণ মানুষের কাছে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Related Articles