কলকাতা

বৃহস্পতিবার নবান্নে সভাঘরে শিল্পমহলের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী

he Chief Minister is going to hold a meeting with Shilpa Mahal at Nabanna Sabha Hall on Thursday

The Truth of Bengal: বাংলায় শিল্পায়নে গতি আনতে বৃহস্পতিবার নবান্নে সভাঘরে শিল্পমহলের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিকেল সাড়ে ৩টেয় এই বিশেষ বৈঠক হবে।বৈঠকে থাকবেন শিল্পমহলের প্রতিনিধিও শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা। মূলতঃ শিল্পের অগ্রগতি,শিল্পোন্নয়নের পর্যালচনা করা হবে।ফোকাস হয়ে উঠতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সংক্রান্ত আলোচনাও। গতবার  বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে  বিশেষ গুরুত্ব দেয় পশ্চিমবঙ্গ সরকার। মূলত কর্মসংস্থানকে বিশেষ পাখির চোখ করে  রাজ্য।

রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করছেন, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিপুল পরিমাণে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।সেই বিনিয়োগের সম্ভাবনাকে শিল্পপতিদের সামনে   রাজ্যের পক্ষ থেকে তুলে ধরার চেষ্টা হয়। রাজ্যে কোন কোন জেলায় কী পরিমানে ল্যান্ড ব্যাংক রয়েছে সেই তথ্য শিল্পপতিদের সামনে  প্রতিবারই তুলে ধরে শিল্প-বাণিজ্য দফতর।পাশাপাশি শিল্পের একজনালা পদ্ধতি থেকে দ্রুত শিল্প প্রকল্প রূপায়ণের বহুবিধ সুবিধার কথা তুলে ধরে ২০২৩এ প্রচুর বিনিয়োগ প্রস্তাব আসে বলা যায়। গতবার ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব আসে।

১৮৮টি ‘মউ’ স্বাক্ষরিত হয়।  মুখ্যমন্ত্রী  বারবার বার্তা দিয়েছেন ‘‘বাংলা এখন দেশের মধ্যে বিনিয়োগের শ্রেষ্ঠ গন্তব্য।” সেকথায় ভরসা রেখে বিনিয়োগকারীরা দরাজভাবে বিনিয়োগ করেন।এবারও শিল্প-বাণিজ্য সম্মেলনে দেউচা-পাঁচামির কয়লা খনি প্রকল্প থেকে জঙ্গলমহল সুন্দরীর মতো প্রকল্প যে অগ্রাধিকার পাবে তা একপ্রকার নিশ্চিত বলা যায়।বন্দর থেকে যোগাযোগের নানা পরিকাঠামো নির্মাণ,জমির ব্যবস্থা,সুলভ বিদ্যুত্ পরিষেবার সুযোগ সৃষ্টি করার মতো বিষয়কে পাদপ্রদীপে এনে এবার শিল্পমহলকে মুখ্যমন্ত্রী আরও বিনিয়োগের আহ্বান জানাতে পারেন বলা যায়।

Related Articles