কলকাতা

পুকুর ভরাট রুখতে কড়া বার্তা, জলাশয় বাঁচানোর পুর-প্রয়াস

pond

The Truth of Bengal: শহরে ক’টি পুকুর ও জলাশয় রয়েছে, সে বিষয়ে গত এক বছর ধরে কাজ করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জলসম্পদ বিভাগ ও রাজ্য সরকারের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগ। ওই দুই বিভাগ পুরসভার কাছে ইতিমধ্যেই অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে। তাতে বলা হয়েছে, পুরসভার ১৫ নম্বর বরো এলাকার চারটি ওয়ার্ডে ২০০৪ থেকে ২০২২ সালের মধ্যে ২১০টি পুকুর ভরাট হয়েছে।‘টক টু মেয়র’ অনুষ্ঠানে পাটুলির এক বাসিন্দা অভিযোগ করেন, ৯২, ১০৪ ও ১০৫ নম্বর ওয়ার্ডে একাধিক ঝিল ভরাট হয়ে যাচ্ছে।

সেকথা শুনে পুকুর ভরাট রুখতে পরিবেশ বিভাগ ও অ্যাসেসমেন্ট বিভাগকে যৌথ ভাবে সমীক্ষা করে ব্যবস্থা নিতে বলেন মেয়র। সেই নির্দেশমতো এবার পুরপ্রশাসনের কাছে জমা পড়ল পুকুর সংক্রান্ত তথ্য। ১৫ নম্বর বোরো তে ৪৩২ টি পুকুর রয়েছে। সেইসব পুকুরের  তালিকা প্রকাশ করে মেয়র ফিরহাদ হাকিম জানান তথ্যভাণ্ডারকে কাজে লাগিয়ে তাঁরা পরিবেশবন্ধু এই জলাশয় বাঁচানোর কাজ জোরদার করা হবে। শহরে জলাশয় নিয়ে শেষ সমীক্ষা হয়েছিল ২০০৪ সালে।

সেই রিপোর্ট অনুসারে, কলকাতা পুর-এলাকায় সব মিলিয়ে ৩৭৭৭টি জলাশয় ছিল। তার পরে আরও কিছু নতুন ওয়ার্ড সংযোজিত হওয়ায় এখন সংখ্যাটা প্রায় ৪ হাজারের কাছাকাছি। বামফ্রন্ট আমলে ৪৫০ টি পুকুর বুজিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মেয়র। বর্তমান সময়ে এই জলাশয় বাঁচিয়ে জল সংরক্ষণের কাজে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। নাগরিকরা অভিযোগ করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া বার্তা দেন ফিরহাদ হাকিম।

Related Articles