কলকাতারাজ্যের খবর
পানীয় জল নিয়ে ফের পর্যালোচনা, বৈঠকে মন্ত্রী গোষ্ঠী
Group of Ministers meets to review drinking water issue

Truth Of Bengal: জয় চক্রবর্তী: আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে জল স্বপ্ন প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পানীয় জল এখনো পর্যন্ত কত বাড়িতে পৌঁছল এবং জল চুরির অভিযোগের ক্ষেত্রে আর কত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা নিয়ে ফের মন্ত্রীগোষ্ঠী বৈঠকে বসছেন।
সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার নবান্নে বসতে চলেছে মন্ত্রী গোষ্ঠীর বৈঠক। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী পুলক রায় সহ বেশ কিছু মন্ত্রী এই বৈঠকে হাজির থাকবেন। কিছুদিন আগেই মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। বিধানসভা অধিবেশন চলাকালীন মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ কতটা বাস্তবায়ন হয়েছে তা বৈঠকে পর্যালোচনা হবে বলেই নবান্ন সূত্রে খবর।