৬ বিধায়কের শপথ বিধানসভায় রাজ্যপাল শপথ পাঠ করাবেন
Governor to administer oath to 6 MLAs in Assembly

Truth of Bengal,জয় চক্রবর্তী, কলকাতা: সদ্য নির্বাচিত ছয় বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান বিধানসভা তে হবে এবং শপথ গ্রহণ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধানসভা সূত্রের খবর, ইতিমধ্যেই রাজভবন থেকে সেই বার্তা রাজ্য বিধানসভার অধ্যক্ষের অফিসে এসেছে। আজ শনিবার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন বিধানসভায়। ঐদিন বিকেলে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। কেন্দ্রীয় ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব উত্থাপন হবে শাসকদলের পক্ষ থেকে।
তা নিয়ে আলোচনাও হবে। এর ফাঁকেই হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। ইতিমধ্যেই রাজ্য বিধানসভার অধ্যক্ষ নিয়মমাফিক ছয় বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয় নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন। এরপরেই শুক্রবার সন্ধের দিকে রাজভবন থেকে সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা বলা হয়েছে বলেই বিধানসভা সূত্রের খবর। রাজ্যপাল নিজেই আসবেন এবং শপথ গ্রহণ করাবেন বলেই রাজভবন থেকে জানানো হয়েছে বলেই সূত্রের খবর। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ৬ জন উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস।