কলকাতা

‘ভগবান রামের আশীর্বাদে সবার জীবন সমৃদ্ধ হোক’ এক্সবার্তায় দশমীর শুভেচ্ছা জানালেন রাজ্যপাল

CV Ananda Bose wishes on vijaya dashami

The Truth of Bengal: বঙ্গবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি এক্স প্লাটফর্মে লিখেছেন,  ‘সকলকে সুখের উষ্ণতায়, সমৃদ্ধির আভায়, এবং সাফল্যের মাধুর্যে ভরা দশেরার শুভেচ্ছা!  এই আনন্দের দিনে ভগবান রাম তাঁর আশীর্বাদ দিয়ে আমাদের সকলের জীবনকে সমৃদ্ধ করেন!’

মঙ্গলবার দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও। এবার বঙ্গবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

এবারের পুজোর কটা দিন কলকাতার নানা প্রান্তে সফর করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অষ্টমীর সকালে গিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পুজোয়। আবার রাজ্যপালকে দেখা গিয়েছিল,  সুজিত বোসের শ্রীভূমির পুজোতে। এদিকে রাজভবনের তরফে বাংলার সেরা পুজোকে পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলার সেরা দুর্গাপুজো মণ্ডপকে বাঙালিয়ানা পুরস্কার দেবেন সিভি আনন্দ বোস। মঙ্গলবারই বিজয়ীর নাম ঘোষণা করা হবে। দেওয়া হবে ৫ লক্ষ টাকার পুরস্কার।

Related Articles