কলকাতা

বেতন বৃদ্ধি কার্যকর হবে মন্ত্রী-বিধায়কদের, বিলে সাক্ষর করলেন রাজ্যপাল

Governor CV Anand Bose signed the bill to increase the salaries of MLAs and ministers

The Truth of Bengal: গত ৭ সেপ্টেম্বর বিধানসভার বাদল অধিবেশনে সমস্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস ওই বিলে সই না করায় তা এতদিন কার্য়করী হয়নি। অবশেষে রাজ্যের ওই বিলে সই করলেন রাজ্যপাল বোস।

ফলে আগামী অর্থ বর্ষ অর্থাৎ এপ্রিল থেকেই মন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধি কার্যকরী হতে পারে বলে মনে করা হচ্ছে। শনিবার সকালে রাজভবন থেকে টুইট করে এ খবর জানানো হয়েছে। পুজোর মুখে গত বছরের ৭ সেপ্টেম্বর মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

তবে মুখ্যমন্ত্রী নিজের বেতন বৃদ্ধি করেননি। প্রসঙ্গত, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে পাওয়া ভাতা নেনও না। সরকার চেয়েছিল, মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির এই সংশোধনী বিলে রাজ্যপাল সই করে দিলে পুজোর মাস থেকেই তা কার্যকরী করতে। যেহেতু এটি আর্থিক বিল, তাই তা বিধানসভায় পেশ করার আগে প্রয়োজন হয় রাজ্যপালের অনুমতির। অবশেষে ৭ মাসের ব্যবধানে নতুন অর্থ বর্ষের মুখে বিলে সই করলেন রাজ্যপাল বোস।

Related Articles