মুখ্যমন্ত্রীর অর্থ বন্ধের হুঁশিয়ারিকে গুরুত্ব না দিয়ে, একরোখা মনোভাব রাজ্যপালের, ফের নিয়োগ করলেন উপাচার্য
Mamata vs Bose

The Truth of Bengal: মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষক দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিকে। নির্বাচিত সরকারকে গুরুত্ব না দিয়ে, এভাবে উপাচার্য নিয়োগ করা হলে, আর্থিক অবরোধ তৈরির হুঁশিয়ারি দিয়েছিল। সেই বার্তাকে কার্যত গুরুত্ব না দিয়ে, সংঘাতের মাত্রা বাড়লেন রাজ্যপাল। তিনি ফের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়োগ করেছেন।রাজ্যে উচ্চ শিক্ষা বিভাগ নিয়ে একের পর এক স্বৈরাচী সিদ্ধান্ত নিয়ে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
একাধিকবার এমনই অভিযোগ তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্য ও রাজভবনের সংঘাতের জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। ব্রাত্য বসু জানিয়েছিলেন, রাজভবনে বারবার চিঠি পাঠানো হয়েছে আলোচনার জন্য, কিন্তু কোনও বিষয়েই গুরুত্ব দেওয়া হয়নি। পরিবর্তে নিজের ইচ্ছেমতো, কাজ চালিয়ে যাচ্ছেন।মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষক দিবসের দিনে, রাজ্যপালের উদ্দেশে আরও বেশি করে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ শিক্ষমন্ত্রীর বক্তব্যকে আরও চাঁচাছোলা ভাষায় বুঝিয়েছেন, তাঁর সঙ্গে দ্বন্দ্ব বাড়ালে, রাজ্যসরকার আর্থিক অবরোধ গড়ে তুলবেন।
অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলির কাছে রাজ্যসরকারের অর্থ পৌঁছবে না।মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি ২৪ ঘণ্টা কাটার আগেই, মঙ্গলবার মাঝরাতেই রাজভবন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সূত্রের খবর, নদিয়ার কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে। শিক্ষামহলের মত, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও, রাজ্যপালের তড়িঘড়ি এই বিজ্ঞপ্তি কার্যত মুখ্যমন্ত্রীকেই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া। তিনি যে কাজ করছেন, তা শিক্ষাজগতের ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক বার্তা যাচ্ছে। নির্বাচিত সরকারকে গুরুত্ব না দিয়ে, যে পথ অবলম্বন করছেন, তা রাজ্যে অশিক্ষা, অসম্মানের বাতাবরণ তৈরি করছেন।