কলকাতা

167 তম প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে রাজ্যপাল

Governor at a function at University of Calcutta on the occasion of 167th Foundation Day

The Truth of Bengal: কলকাতা বিশ্ববিদ্যালয়ের 167 তম প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে অনুষ্ঠানে ঢোকার সময় বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে তৃণমূলের ছাত্র পরিষদ কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায়। তাদের পাশাপশি এদিন বিক্ষোভ দেখায় SUCI এর ছাত্র সংগঠন AIDSO ও। পুলিশের নিরাপত্তার স্বার্থে ও এদিন দুই ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল।

তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ রাজ্যপাল আচার্য্য হিসাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজের লোক কে অস্থায়ী ভাবে উপাচার্য হিসাবে নিয়োগ করছেন। এমন বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর অবস্থা খুবই নাগ্ন। ক্যান্টিন থেকে নিয়ে শৌচালয় খুবই অবস্থা খারাপ কিন্তু তিনি বরাদ্দ অর্থ না দিয়ে কোর্টে চলে গেছেন বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। তাই আজকে তারা  রাজ্যপাল গো বাক স্লোগানে মুখরিত হন। পাশাপশি এদিন AIDSO ছাত্রছাত্রী দের বিক্ষোভের মুখে ও পড়তে হয় রাজ্যপালের।

তাদের দাবি ছিল, অস্থায়ী ভাবে নয় একেবারে স্থায়ী ভাবে উপাচার্য নিয়োগ করতে হবে বলে দাবি AIDSO এর। এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের 167 তম অনুষ্ঠানের শুভসূচনা সংস্থানের পতাকা উত্তোলন করে করেন। তার পরে সেনেটারী হলে একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন তিনি অনুষ্ঠানে  বক্তব্য রাখতে গিয়ে আচার্য্য বলেন যে আমি লড়াই চালিয়ে যাব যতো দিন দুর্নীতিমুক্ত শিক্ষা অঙ্গনের পরিবেশ তৈরি না করা হয়। তার জন্য সবাই কে এগিয়ে আসতে হবে বলে জানান রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

Related Articles