বেসরকারি স্কুলকে হার মানাচ্ছে সরকারি স্কুল,শহরের মডেল স্কুলে পড়ার ঝোঁক বাড়ছে
Government schools are beating private schools

The Truth of Bengal: প্রতিবেদন- স্কুল শিক্ষায় বাংলাই মডেল।এখন সেই বাংলায় সরকারি মডেল স্কুল তৈরি করে জনশিক্ষায় উজ্বল হয়ে উঠছে এই রাজ্য। যার জন্য বুনিয়াদি থেকে উচ্চ শিক্ষায় পশ্চিমবঙ্গ সেরার সেরা শিরোপা পেয়েছে।
তার মাঝেও শিক্ষার হার ও মাণ বাড়াতে শিক্ষা দফতর অভিনব পদক্ষেপ করছে।যার নমুনা মিলছে কলকাতা শহরে।এবার ঝাঁচকচকে অত্যাধুনিক স্কুল দেখা গেল ৯ নম্বর বোরোর, ৭৬ নম্বর ওয়ার্ডের মোহন চাঁদ রোডে। এতদিন এই স্কুলটি জরাজীর্ণ অবস্থায় ছিল।
তথ্যপ্রযুক্তি ও শিক্ষা বিভাগের এমএমআইসি সন্দীপন সাহা শিক্ষাঙ্গনকে সুসজ্জিত করা থেকে অন্দরের ভোলবদলে এগিয়ে এসেছেন।আইটিসি লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের অধীনে এই সংস্কারের অর্থ সাহায্য করা হয়।
শিক্ষানুরাগী মহলের আশা, এই ধরণের মডেল স্কুল বাড়ায় বেসরকারি স্কুলের প্রতি নির্ভরতা কমবে।অত্যাধুনিক পরিকাঠামো সম্পন্ন এই ধরণের বিদ্যালয় দেখে সরকারি স্কুলে আসার পড়ুয়াদের ঝোঁক বাড়বে বলেও অনেকের আশা।