কলকাতা

কলকাতায় গ্যাস সিলিন্ডার ভর্তুকির নামে প্রতারণা, গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ

Gas cylinder subsidy scam in Kolkata, customers advised to be careful

Truth Of Bengal : গ্যাস সিলিন্ডারের ভর্তুকি নিয়ে প্রতারণার ফাঁদ পাতা হয়েছে কলকাতা শহরে। একাধিক এলপিজি গ্রাহকের কাছে ফোন আসছে, যেখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের দেওয়া ভর্তুকির তুলনায় অনেক বেশি টাকা পাওয়া যাবে। কিন্তু এটাই আসল ফাঁদ! তথ্য দিলেই মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

চেতলা এলাকার এক ব্যক্তি এই প্রতারণার শিকার হয়েছেন। জানা গেছে, সরকারি ভর্তুকি যেখানে মাত্র ১৯.৫০ টাকা, সেখানে প্রতারকরা ফোনে বলে ২০০ টাকার বেশি পাওয়া যাবে। অনেকেই এই লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করছেন। এরপরই প্রতারকদের হাতে চলে যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, যা ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে।

চেতলায় এক ব্যক্তি এই প্রতারণার শিকার হয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা খুইয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, প্রতারকরা শুধু অডিও কলই নয়, ভিডিও কল করেও বিশ্বাসযোগ্যতা তৈরি করার চেষ্টা করছে।

পুলিশ ও গ্যাস কোম্পানির তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। কেউ যেন অচেনা নম্বর থেকে আসা ফোনে নিজের ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য না দেন। এই প্রতারণা চক্র কোথা থেকে চলছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles