পুলিশি তৎপরতায় ২৪ ঘন্টায় উদ্ধার গড়ফার অপহৃত ব্যবসায়ী, গ্রেফতার ৬
Garfa's kidnapped businessman was rescued in 24 hours by police action, 6 arrested

Truth Of Bengal: কলকাতা ও মালদহ পুলিশের যৌথ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মালদহ থেকে এক অপহৃত কলকাতার ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ছয়জন গ্রেফতার হয়েছেন। উদ্ধার হওয়া ব্যবসায়ী গড়ফার এক বাসিন্দা। সোমবার তাঁকে মালদহের মোথাবাড়ি থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, পঞ্চাশ বছর বয়সী ব্যবসায়ী অনির্বাণ হাজরা গড়ফার কালিতলা লেনের বাসিন্দা। রবিবার সকালে রুবি এলাকার এক হোটেলের সামনে থেকে তাঁকে অপহরণ করা হয়। কলকাতা পুলিশ খবর পেয়ে তদন্ত শুরু করে এবং তাঁর ফোনের টাওয়ারের লোকেশন, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে উদ্ধার অভিযান শুরু করে। পুলিশের দ্রুত অভিযানে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ব্যবসায়ীকে মালদহ থেকে উদ্ধার এবং ছয় জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্যবসায়িক বিবাদ থেকেই অপহরণের পরিকল্পনা হয়েছিল।
ডিসি এসএসডি (যাদবপুর) বিদিশা কলিতা সাংবাদিক বৈঠকে জানান, ব্যবসায়ীর স্ত্রী কসবা থানায় স্বামীর অপহরণের অভিযোগ দায়ের করেন। রবিবার সন্ধ্যায় দুষ্কৃতীরা ২০ লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে। গড়ফা থানা, গোয়েন্দা বিভাগ এবং গুন্ডাদমন শাখার পুলিশ খবর পেয়ে তদন্ত শুরু করে এবং দ্রুত অভিযানে ছয় জনকে গ্রেফতার করে এবং ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। অপহরণে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। ধৃতেরা মালদহের বাসিন্দা, বয়স ২৩ থেকে ৩৮ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৪০(২) এবং ৬১(২) ধারায় মামলা দায়ের হয়েছে।