
The Truth of Bengal: রাজ্যের ৯ লক্ষ পড়ুয়ার কাছে আধার কার্ড নেই। যার ফলে একাধিক সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে বহু পড়ুয়াদের কাছে নেই আধার কার্ড। এই সব ছাত্রছাত্রীদের জন্য ফ্রি-তে আধার কার্ড বানানোর উদ্যোগ নিল রাজ্য শিক্ষা দফতর। জানা যাচ্ছে, এই কাজের জন্য রাজ্য জুড়ে ২৭৫ টা ক্যাম্পে আধার কার্ড তৈরি হবে।
জানা যাচ্ছে, প্রত্যেকটি ব্লকে তৈরি হবে আধার ক্যাম্প। সেখানেই নাম নথিভুক্তকরণ থেকে শুরু করে আধার তৈরির সমস্ত কাজ হবে। এই মুহূর্তে ২৭৫ টি সেন্টার তৈরি করা হচ্ছে। সেখানে ধাপে ধাপে প্রক্রিয়া চলবে। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, কোনও পড়ুয়ারাই আধার কার্ড তৈরি করতে কোনও ফি লাগবে না। এই মুহূর্তে পড়ুয়াদের নাম নথিভুক্তকরণের কাজ আপাতত শুরু হয়েছে।
আপাতত প্রত্যেক ব্লকে দুটি করে এনরোলমেন্ট সেন্টার খোলা হচ্ছে। সেখানে পড়ুয়াদের নাম নথিভুক্ত করতে হবে। প্রয়োজনে জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও-দের সঙ্গে যোগাযোগ করতে পারেন ছাত্রের অভিভাবকরা। বুধবার থেকেই নাম নথিভুক্তকরণের জন্য ক্যাম্প খোলা হচ্ছে। তবে বুধবারের মধ্যেই সব জায়গায় ক্যাম্প খোলা নাও হতে পারে।