কলকাতা
ঘন কুয়াশায় কলকাতা বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল
Fog disrupts air traffic at Kolkata Airport

The Truth of Bengal: রবিবার সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় কলকাতা বিমানবন্দর ও নিউ টাউন সংলগ্ন অঞ্চল। সকাল ৬টার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমান নেমে যায় ৫০ মিটারে। এরপর সাড়ে ছটা নাগাদ এই দৃশ্যমানতা আরো কমে ২৫ মিটারে পৌঁছায়। এর ফলে কলকাতা বিমানবন্দরে ব্যাহত হয় বিমান চলাচল।
বেশ কয়েকটি বিমান ছাড়তে না পেরে আটকে থাকে কলকাতা বিমানবন্দরে।পাশাপাশি নিউ টাউন এবং কলকাতা বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাট ঘন কুয়াশায় ঢেকে থাকার কারণে, যানবাহন চলাচলের ক্ষেত্রেও যথেষ্ট অসুবিধের সৃষ্টি হয়।
ঘন কুয়াশার কারণে কলকাতায় বিমান ও যানবাহন চলাচল ব্যাহত হওয়ার ঘটনা নতুন নয়। প্রতি বছর শীতকালে এই সমস্যা দেখা দেয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে।