
Truth Of Bengal: শহরে ফের বাসের রেষারেষি। সোমবার সকালে ময়দান থানা এলাকার প্রনবানন্দ সরণী এবং অকল্যান্ড রোডের সংযোগ স্থলে ঘটে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, একটি সরকারি এবং একটি বেসরকারি বাসের রেষারেষিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে থাকা ডিভাইডারে ধাক্কা মারে একটি বাস। সেইসময় বাসের মধ্যে ছিলেন ১৫ যাত্রী। তারমধ্যে ৫ জন আহত হয়েছেন বলে খবর। তাদের মধ্যে দুজনের আঘাত গুরুত্বর।
দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরকারি বাসটিতে ১৫ জন যাত্রী ছিলেন। পিছনে ছিল আর একটি বেসরকারি বাস। আচমকাই দুই বাসের মধ্যে শুরু হয় রেষারেষি। তাতেই সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে থাকা ডিভাইডারে উঠে পড়ে। তবে সেইসময় রাস্তায় খুব একটা ভিড় ছিল না। তা না হলে এদিন বড়সড় দুর্ঘটনা হতে পারত।
উল্লেখ্য, বাসের রেষারেষি বন্ধ করতে ২০২৪ সালে ডিসেম্বরে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন পরিবহণ দফতরের কর্তারা। বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নিতে পুলিশকে দেওয়া হয়েছিল নির্দেশ। সেইসঙ্গে দুর্ঘটনা রুখতে প্রশাসনের তরফে একগুচ্ছ পদক্ষেপও নেওয়া হয়। এরপরেও খাস কলকাতায় ফের ঘটল বাসের রেষারেষির ঘটনা।