‘ভারতের দিকে তাকালে চোখ উপড়ে ফেলা হবে’, হুঙ্কার ফিরহাদের
Firhad threatens, 'If you look at India, your eyes will be gouged out'

Truth Of Bengal: ভারতে ঘাঁটি তৈরি করে নাশকতার ছক! জঙ্গিগোষ্ঠী ‘আনসারুল্লা বাংলা’র ৮ জঙ্গি গ্রেফতার। ধৃতদের সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে বলে খবর। এই আবহে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের হুঙ্কার, ‘দখলের কথা ভেবে ভারতের দিকে যারা তাকাবে, চোখ উপড়ে ফেলা হবে!
‘ভারতের দিকে তাকালে চোখ উপড়ে ফেলা হবে’, হুঙ্কার ফিরহাদের pic.twitter.com/1UIpbGwNpg
— TOB DIGITAL (@DigitalTob) December 22, 2024
পুরমন্ত্রীর কথায়, ‘বর্ডার সিকিওরিটি ফোর্স সীমানা রক্ষা করে। সবটা দেখার দায়িত্ব কেন্দ্রের। বিএসএফ যদি অনুমতি না দেয় বা সিল করে দেয় তাহলে কোনও জঙ্গি বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে না। আসামে আসাম পুলিশ আর বাংলায় আমাদের পুলিশ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তাঁরা জঙ্গি ধরেছে। দেশের বিরুদ্ধে কেউ কিছু বললে আমাদের জিরো টলারেন্স। আগে আমাদের দেশ আর দেশের সুরক্ষা। সেই কাজটা বাংলার পুলিশ করবে।’
একদিকে, অশান্ত বাংলাদেশ। তার মাঝেই এ রাজ্যে আনাগোনা বেড়েছে জঙ্গিদের। শিলিগুড়ির চিকেনস নেকই তাদের টার্গেট। সেখান দিয়ে ঢুকে ভারতে নাশকতার ছক কষছে তারা। তবে, প্রশাসনের তরফে জঙ্গিদমনে একাধিক পদক্ষেপ করা হয়েছে। এদিন ফিরহাদের বক্তব্যে উঠে আসে অমিত শাহর করা আম্বেদকর-মন্তব্যের বিষয়টিও। তিনি বলেন, ‘বাবা আম্বেদকরকে তাচ্ছিল্য না করে তাঁর প্রণীত সংবিধান মেনে দেশকে রক্ষা করার দায়িত্ব পালন করুন।’