কলকাতা

সাতসকালে শিয়ালদহ স্টেশনে উদ্ধার আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজ, গ্রেফতার ১

Firearms with cartridges recovered at Sealdah station in the morning, 1 arrested

Truth Of Bengal: সাতসকালে শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। সোমবার হাটেবাজারে এক্সপ্রেস থেকে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ইতিমধ্যে বছর ৪২-এর হাসান শেখ নামক একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, ধৃত ব্যক্তি মালদহের কালিয়াচক থানার নারায়ণপুরের বাসিন্দা। তিনি ওই অস্ত্রগুলো বিহার থেকে নিয়ে আসা হচ্ছিল। তবে কোথা থেকে, কীভাবে এই অস্ত্র-সামগ্রি তার কাছে এল তা এখনও জানা যায়নি।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন ভোর থেকে শিয়ালদহ স্টেশন চত্বরে নজরদারি বাড়িয়ে দিয়েছিল পুলিশ। সকালে হাটেবাজারে এক্সপ্রেস শিয়ালদহে এসে দাঁড়ালে ট্রেন থেকে নামে ধৃত হাসান। এসটিএফের তদন্তকারীদের তাঁকে দেখে সন্দেহ হয়। তারপর শুরু হয় তল্লাশি, তল্লাশিতে উদ্ধার হয় ছ’টি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড কার্তুজ। ধৃত ব্যক্তি জামাকাপড়ের ভিতর অস্ত্রগুলি লুকিয়ে রেখেছিল। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ।

Related Articles