
The Truth of Bengal: নিউ টাউন জ্যোতিনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাঁই চারটি বাড়ি। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে প্রথমে একটি বাড়িতে আগুন লাগে, পরে ওই বাড়ির সিলিন্ডার ব্লাস্ট করে আগুন ছড়িয়ে যায় আরো বেশ কয়েকটি বাড়িতে। সূত্রের খবর এলাকাটিতে রাস্তা সংকীর্ণ থাকায় দমকলের গাড়ি পৌঁছাতে পারছে না। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
এলাকাবাসীরা প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে পুলিশ এবং দমকলে খবর দেওয়া হয়। কিন্তু রাস্তা সরু হওয়ায় দমকল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। যদিও স্থানীয়রা পাশের জলাশয় থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে আগুনে ভষ্মীভূত হয়ে যায় চারটি বাড়ি।
কীভাবে আগুন লেগেছে এখনও জানা সম্ভব হয়নি। যদিও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন কিভাবে লাগল, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে স্থানীয় পুলিশ।
Free Access