কলকাতা

দক্ষিণ কলকাতার অভিজাত বহুতল আবাসনে অগ্নিকাণ্ড, আতঙ্কে বাসিন্দারা

Fire breaks out in luxury multi-storey apartment in South Kolkata, residents in panic

Truth Of Bengal: দক্ষিণ কলকাতার টালিগঞ্জের করুণাময়ী এলাকায় অবস্থিত অভিজাত বহুতল আবাসন ‘ডায়মন্ড সিটি’-তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে ওই আবাসনের এক নম্বর টাওয়ারের ১৬ তলায় হঠাৎই আগুন লাগে।

অগ্নিকাণ্ডের জেরে বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। দমকল বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।

প্রাথমিক অনুমান, ১৬জি ফ্ল্যাটে চলছিল ঝালাইয়ের কাজ। সেখান থেকেই আগুন লেগে যায় এবং দ্রুত আশপাশের কয়েকটি ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। বাসিন্দারা প্রথমে নিজেদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু সফল না হওয়ায় দমকলকে খবর দেওয়া হয়।

এদিকে, আবাসনের কিছু বাসিন্দা অভিযোগ করেছেন যে, তাদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ নয়, যা এই ধরনের বিপজ্জনক পরিস্থিতিতে বড় সমস্যা তৈরি করতে পারে। ঘটনার পর থেকে আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

Related Articles