কলকাতা
হাঙ্গারফোর্ড স্ট্রিটে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
Fire breaks out at Hunger Food Street, 8 fire engines at the scene

Truth Of Bengal: ৯নম্বর হাঙ্গারফোর্ড স্ট্রিটে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন। আবাসন থেকে বের করা হচ্ছে আবাসিকদের। হোর্স পাইপ দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। অন্যান্য বহুতল দিয়ে হোর্স পাইপের মাধ্যমে আগুন নেভানো হচ্ছে। আবাসনে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুত ছিল বলে অনুমান। প্রথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে। আবাসন থেকে আবাসিকদের বাইরে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলের সামনেই হাসপাতাল ও স্কুল রয়েছে।