কলকাতা

ফের কলকাতার অ্যাক্রোপলিস মলে আগুন

Fire breaks out at Acropolis Mall again

Truth Of Bengal: ফের কসবার অ্যাক্রোপলিস মলে আগুন। অ্যাক্রোপলিস মলের চার তলায় আগুন লাগে। চারতলার ফুড কোর্টে আগুন লেগেছে। এর আগে গত ১৪ই জুন অ্যাক্রোপলিস মলে আগুন লেগেছিল। পাঁচ মাসের মাথায় ফের অগ্নিকাণ্ড কসবার অ্যাক্রোপলিস মলে। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কে মলের কর্মীরা।

জানা গিয়েছে, সোমবার সকাল ১১ টা নাগাদ কসবার অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে একটি খাবারের দোকানের রান্নাঘরে হঠাৎ আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই তৎপরতার সাথে পদক্ষেপ নেন দোকানে উপস্থিত কর্মীরা। মলের অন্যান্য কর্মীদের সহায়তায় বেশ কিছুক্ষণের চেষ্টায় মলের অগ্নি নির্বাপন ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। কিন্তু ঠিক কিভাবে আগুন লেগেছে সে বিষয় এখনো স্পষ্ট নয়। মলের জনসংযোগ আধিকারিক অভিষেক পাল জানান, রান্না করার সময় তেল লিক করে আগুন লাগে। তবে মল কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত জুন মাসেও অ্যাক্রোপলিস মলে আগুন লেগেছিল। সেবারও ফুড কোর্ট থেকেই আগুন লেগেছিল। যদিও সেবারের অগ্নিকাণ্ড ছিল ভয়াবহ। দমকলের ১৫ টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ফলে শপিংমলে বিস্তর ক্ষতি হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল গোটা শপিংমল। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল মল। পরে দমকল এবং পৌরসভা থেকে ছাড়পত্র নিয়ে মেরামতির কাজ করেন অ্যাক্রোপলিস কর্তৃপক্ষ। তারপর ধাপে ধাপে খোলা হয় শপিংমল। কিন্তু সোমবারের এই অগ্নিকাণ্ডের ঘটনায় আরো একবার প্রশ্নের মুখে অ্যাক্রোপলিস কর্তৃপক্ষ।

Related Articles