কলকাতা
অবশেষে কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনের টাকা নবান্নকে, বরাদ্দ হল কত টাকা ?
Finally, the Central Health Mission funds were allocated to Navanna, how much money was allocated?

Truth Of Bengal: জয় চক্রবর্তী: জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করলেও ৩৬১ কোটি টাকা। দু বছর কেন্দ্রীয় বঞ্চনার মুখোমুখি হতে হয়েছে নবান্নকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে একাধিকবার সরব হয়েছেন। এর পরেই রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে প্রকল্পের টাকা নবান্ন পেল।
নবান্ন সূত্রে খবর, জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর এবং কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব রাজ্যের স্বাস্থ্য সচিবকে ইতিমধ্যেই বরাদ্দের বিষয়টি জানিয়েছেন। জাতীয় স্বাস্থ্য মিশনের জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার থেকে ৩৬১ কোটি টাকা বরাদ্দ পেল।