কলকাতা

চূড়ান্ত অব্যবস্থা কমিশনের! দফায় দফায় উত্তপ্ত হেস্টিংস হাউজ ডিসিআরসি সেন্টার

Final disorganization commission! The heated Hastings House DCRC Center in stages

The Truth Of Bengal : রাত পোহালেই সপ্তম দফায় নির্বাচন। বাংলার ৯টি লোকসভা কেন্দ্রে যেখানে নির্বাচন, সেখানে শুক্রবার সকাল থেকেই ডিসিআরসি সেন্টারে এসে ভোটের সরঞ্জাম গুছিয়ে নিচ্ছেন ভোটকর্মীরা। আর এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১৫২ টালিগঞ্জ বিধানসভার জন্য বরাদ্দ ডিসিআরসি সেন্টার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল। ডিসিআরসি সেন্টারটির বন্দোবস্ত করা হয়েছে আলিপুর হেস্টিংস হাউজে। এখানে আগত ভোটকর্মীদের অভিযোগ, সকাল থেকে ৩ থেকে ৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও পুলিশ ট্যাগিং করা সম্ভবপর হচ্ছে না। এছাড়া, মাইক্রো অবসারভারদের পরিচালনার ক্ষেত্রেও রয়েছে চূড়ান্ত অব্যবস্থা, এমনটাই অভিযোগ তাদের। পাশাপাশি, ভোট কর্মীদের জন্য নেই খাওয়ার এবং শৌচাগারের সঠিক ব্যবস্থা।

নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো সত্ত্বেও লাভের লাভ কিছু হচ্ছেনা বলেই মন্তব্য ভোটকর্মীদের। এছাড়া, রিসার্ভ পোলিং পার্সোনেলদেরকে সঠিকভাবে ভোটকেন্দ্রের ইনফরমেশন দেওয়া হচ্ছেনা বলেও, অভিযোগ তাদের। শুধু তাই নয়, বেলা গড়িয়ে গেলেও তারা ভোটের সরঞ্জাম না পাওয়ায়, কখন ভোট কেন্দ্রে গিয়ে পৌঁছবেন, সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। শুক্রবার বাংলার একাধিক ডিসিআরসি সেন্টারে এভাবেই কমিশনের অব্যবস্থার অভিযোগ তোলেন ভোটকর্মীরা। সব মিলিয়ে, কমিশনের চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিচ্ছেন ভোট কর্মীরা।

Related Articles