
The Truth of Bengal: ফের ধ*র্ষণের অভিযোগ শহর কলকাতায়। এবার বেহালার পর্ণশ্রীতে ১৩বছরের কিশোরী কন্যাকে দু’মাস ধরে ধ*র্ষণের অভিযোগ উঠেছে পুলিশকর্মী বাবার বিরুদ্ধে। এমনই নক্কারজনক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেহালা জুড়ে। বৃহস্পতিবার বাবার বিরুদ্ধে নিজেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে ওই কিশোরী। সেই অভিযোগের ভিত্তিতে ওই পুলিশ কর্মীকে গ্রেফতার করেছে পর্ণশ্রী থানার পুলিশ। পারিবারিক অশান্তির কারণে মা চলতি বছরের অক্টোবর মাসে বাবাকে ছেড়ে চলে যায়। তারপর থেকেই দুই বোন বাবার সাথে থাকতো। নাবালিকার অভিযোগ মা চলে যাবার পর শেষ দু মাসে তার বাবা একাধিকবার লাগাতার তাকে ধ*র্ষণ করে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে বাবাকে গ্রেফতার করে পর্ণশ্রী থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে U/S 376 IPC & 6 POCSO ACT,2012 ধারায় মামলা রজু করে পুলিশ। আজ অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হলো।
১৩ বছরের ওই কিশোরী পুলিশকে জানিয়েছে, অক্টোবর মাস থেকে তার বাবা তাকে ধ*র্ষণ করছেন। চলছে নানাবিধ অত্যাচার। মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এই কাণ্ড ঘটাচ্ছে বলে দাবি করে কিশোরী। নাবালিকার এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করেছে পর্ণশ্রী থানার পুলিশ ।
অভিযুক্ত পুলিশ কর্মী কোন থানা এলাকার ডিউটিতে ছিলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশের কাছে ওই কিশোরী জানিয়েছে, তারা দুই বোন। ছোট বোনের বয়স মাত্র ৭ বছর। সম্প্রতি বাবা-মায়ের মধ্যে ঝগড়া হত। গত অক্টোবরে মা বাড়ি ছেড়ে চলে যান। অভিযোগ, মায়ের অনুপস্থিতিতে এরপর থেকে টানা ২ মাস ধরে একাধিকবার জোর করে বাবা তাকে ধ*র্ষণ করে। ধৃতকে শুক্রবার আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিতে চায় পণ্যশ্রী থানার পুলিশ।