কলকাতা

তিন তলা থেকে কিশোরী কন্যাকে ফেলে দিয়ে খুনের চেষ্টা! গ্রেফতার বাবা

Father arrested for attempting to murder teenage daughter by throwing her from third floor

Truth Of Bengal: ১৫ বছরের কন্যাকে তিন তলার ফ্ল্যাটের বারান্দা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন বাবা! প্রতিবেশীদের তৎপরতায় গুরুতর আহত অবস্থায় ওই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বহুতলের তিন তলার ফ্ল্যাটে নিজের পরিবার নিয়ে থাকতেন অভিযুক্ত চিন্ময় গোপ। তিনি যাদবপুরের আনন্দ পল্লীর বাসিন্দা। অভিযোগ উঠেছে, শনিবার হঠাৎ নিজের পনেরো বছরের মেয়েকে ফ্ল্যাটের বারান্দা থেকে ঠেলে ফেলে দেন তিনি। প্রতিবেশীদের নজরে আসতেই তড়িঘড়ি নাবালিকাকে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর নাবালিকার অবস্থা আশঙ্কাজনক।

অভিযুক্ত চিন্ময়ের নামে তারই প্রতিবেশী সংযুক্তা চক্রবর্তী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। তারপরেই এই ঘটনা তদন্ত নামে পুলিশ। অভিযুক্ত নিজের মেয়েকে খুন করতে তিন তলা থেকে ধাক্কা মেরেছিলেন বলে পুলিশের অনুমান। তদন্তকারীরা চিন্ময়কে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছেন।

অভিযুক্তের পরিবার-সহ প্রতিবেশীদের কেউ জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যাদবপুর পুলিশের অনুমান, নাবালিকার বয়ান পাওয়া গেলে এই ঘটনাটি ঘটার নেপথে যে কারণ রয়েছে তা আরও স্পষ্ট হবে।

Related Articles