কলকাতা

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা যাদবপুরে

Fatal road accident in Jadavpur this morning

Truth Of Bengal : সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা যাদবপুরে। যাদবপুরের ৮ বি বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনা। সরকারি বাসের সঙ্গে সজোরে ধাক্কা লাগে স্কুটারের। সেই স্কুটারে করে যাচ্ছিলেন বাবা মা ও মেয়ে। বেপরোয়া গতির জেরে প্রাণ কেড়ে নিল মায়ের। বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে স্কুটারের চেপে থাকা মহিলা আরোহীর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা। তবে এই ভয়াবহ পথ দুর্ঘটনায় রক্ষা পেয়েছে তাদের চার বছরের শিশু কন্যা।

এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে সকাল ৭ টা নাগাদ। যাদবপুরের মতো এতো জমজমাট এলাকায় এই দুর্ঘটনা সত্যি অবিশ্বাস্য। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যহত হয় যান চলাচল। পরে পুলিশ এসে দ্রুত ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে। ছোট্ট চার বছরের শিশুকে নিয়ে যাওয়া হয় থানায়, খবর দেওয়া হয় পরিবারের অন্যান্য সদস্যদের। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ।

জানা গেছে সাত সকালে মেয়ে কে স্কুলে দিতে যাচ্ছিলেন বাবা মা। দেবশ্রী মণ্ডল তাঁর স্বামী আর তাদের চার বছরের শিশু ছিল স্কুটারে।  আর ঠিক সেই স্যময় দবপুর এইটবি বাসস্ট্যান্ড থেকে এস ৩১ রুটের দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসছিল একটি বাস। আচমকাই বাসটি সামনে চলে আসে স্কুটারের, মহিলার স্বামী স্কুটারটি বাসের পাশ দিয়ে কাটিয়ে নিয়ে যাওয়ার আগেই বাসটি এসে সোজা ধাক্কা মারে স্কুটারে। ধাক্কা মাড়তেই স্কুটারের পিছনে থাকা মহিলা পড়ে গিয়ে বাসের চাকার নীচে চলে আসেন। মৃত ওই মহিলা সন্তোষপুর এলাকার বাসিন্দা। গুরতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর স্বামীও। ইতিমধ্যেই বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Related Articles