শহরে দেদার বিকোচ্ছে জাল সিমকার্ড? পুলিশি অভিযানে পর্দা ফাঁস
Fake SIM cards being sold in the city? Police raid exposes the truth

Truth Of Bengal : মোবাইলের সিম কার্ড জালিয়াতির আরও পর্দা ফাঁস করল পুলিশ।তিলজলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে দুজনকে। অভিযুক্তরা হল শুভেন্দু গায়েন ও জিতেন্দ্র আগরওয়াল। উদ্ধার করা হয়েছে প্রায় ২লক্ষ টাকা।গত কয়েকদিনে এই নিয়ে ১০জনকে গ্রেফতার করা হল।
মোবাইল ব্যবহারকারীদের নামে সিমকার্ড হাতিয়ে নিয়ে জালিয়াতির চক্র তৈরি করা হয় শহরে।সেই ঘটনায় আগেই পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে।গতমাসে ধরা পড়া অভিযুক্তদের জেরা করেই জালিয়াতি চক্রের বাকি সদস্যদের হদিশ পায় পুলিশ।এরপরই সাইবার শাখার টিম গোপনে হানা দেয় তিলজলা থানা এলাকায়।তাতেই চক্রের কারবারের জাল ছেঁড়ে।পুলিশ সূত্রে জানা গেছে,পিকনিক গার্ডেনের শুভেন্দু গায়েন সিম সংযোগ করে দিতেন।
জালিয়াতি চক্রের রমরমা রুখতে পুলিস নজরদারি বাড়ানোয় সাইবার অপরাধ হ্রাস পাবে বলে আশা। জাল সিমকার্ড সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা তথ্য-প্রযুক্তি আইনে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল। মূল অভিযোগ ছিল, জাল সিমের মাধ্যমে লাগাতার পিওএস অপারেট করা হচ্ছে। তার তদন্তে নেমে একের পর এক অভিযান চালান তদন্তকারীরা।কিভাবে বাঁচবেন সাধারণ মানুষ ?সেই প্রশ্নই এখন উঠছে।পুলিশ গোটা ঘটনা তদন্ত করে এই ধরণের জালিয়াতি রুখতে তত্পরতা বাড়ানোয় সন্তুষ্ট সাধারণ মানুষ। সুমিত দে-র রিপোর্ট।