কলকাতা
ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস! নরেন্দ্রপুর থেকে গ্রেফতার অন্যতম পান্ডা
Fake call center busted! One of the pandas arrested from Narendrapur

Truth Of Bengal: সল্টলেক সেক্টর ৫-এ আন্তর্জাতিক কল সেন্টারের পর্দা ফাঁস! এই প্রতারণার অন্যতম পান্ডাকে নরেন্দ্রপুর থেকে গ্রেফতার করল বিধাননগর সাইবার পুলিশ।
দিন কয়েক আগে গোপন সূত্রে খবর পেয়ে সল্টলেক সেক্টর ৫-এর একটি কল সেন্টারে হানা দিয়েছিল বিধান নগর সাইবার পুলিশ। তিন জনকে গ্রেফতারও করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করার পরে আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার রাতে বিধান নগর সাইবার পুলিশ এই চক্রের অন্যতম পান্ডা শুভ্রনারায়ন দাস মন্ডলকে নরেন্দ্রপুর থেকে গ্রেফতার করে। তাঁর থেকে মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করেছে সাইবার পুলিশ।
কল সেন্টার থেকে সফটওয়্যার সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিত বলে অভিযোগ উঠেছে ওই ধৃত ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নিয়ে চাইতে পারে সাইবার পুলিশ।