কলকাতা

জলাভূমিতে বেআইনি নির্মাণ আটকাতে কড়া পদক্ষেপ পরিবেশ দফতরের

Environment Department takes strict action to stop illegal construction in wetlands

The Truth Of Bengal: গার্ডেনরিচে বেআইনিভাবে নির্মীয়মাণ বহুতলের ধসে পড়ার দগদগে ঘাঁ-এর রেশ এখনও কাটেনি। আর সেই আবহেই যেন আর কোনও বেআইনি নির্মাণ না হয়, সেই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে পরিবেশ দফতর। পূর্ব কলকাতা সহ একাধিক জায়গার জলাভূমিতে বেআইনি নির্মাণ রুখতেই এবার কড়া হয়েছে রাজ্যের পরিবেশ দফতর। রাস্তায় হোর্ডিং বসিয়ে বাড়ানো হচ্ছে সচেতনতাও।

আন্তর্জাতিক জলাভূমি সংরক্ষণ প্রকল্প রামসার সাইটের তালিকাভুক্ত এই পূর্ব কলকাতা জলাভূমি। সেখানে হোর্ডিংয়ের জঙ্গল তৈরি হয়ে যাওয়ায় নাগরিকদের একটি সংগঠন সম্প্রতি কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, পরিবেশ দফতর-সহ একাধিক জায়গায় চিঠি দিয়েছিল। এমনকি, তার পরে কলকাতা পুলিশের প্রগতি ময়দান থানার পুলিশ ওই সব হোর্ডিংয়ের বিষয়ে জানতে কলকাতা পুরসভাকে চিঠিও দেয়।

তার পরেই পরিবেশ দফতরের ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটির তরফে ওই হোর্ডিং বসানো হয়েছে বলে খবর। অবশ্য রাজ্যের পরিবেশ মন্ত্রীর তরফে জানানো হয়েছে, বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব হতেই এই পদক্ষেপ সরকারের। সব মিলিয়ে, এই হোর্ডিং যে জনসচেতনতা বৃদ্ধি করবে সেই বিষয়ে আশাবাদী পরিবেশ দফতর।

Related Articles