lok sabha election 2024: নজরে বঙ্গের ভোট, রাজ্যে এসেই বৈঠকে বিশেষ পর্যবেক্ষক, আলোচনার বিষয় জানেন?
lok sabha election 2024: Election Commission of India monitors Bengal polls

The Truth of Bengal: ভারতের নির্বাচন কমিশনের নজরে বঙ্গের ভোট। আগেই সরানো হয় রাজ্যের পুলিশ প্রধান রাজীব কুমার কে। মঙ্গলবার দায়িত্ব থেকে সরানো হয়েছে কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ-পশ্চিম সৌম্য রায়কে। নির্বাচনের কোন কাজে তাকে ব্যবহার করতে পারবে না সরকার। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এরই মধ্যে বুধবার সকালে রাজ্যে এসে পৌঁছলেন এর রাজ্যের নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা।
দমদম বিমানবন্দরের নামার পর তিনি সোজা চলে আসেন বিএসএফ গেস্ট হাউসে। সেখানে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এছাড়াও সেখানে রয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বেশ কয়েকজন কর্তা। সময় নষ্ট নয়, কলকাতায় পা রেখেই প্রাথমিক বৈঠকে। নির্বাচন কমিশন সূত্রে খবর বিশেষ পর্যবেক্ষক এর জন্য আলাদা অফিস হচ্ছে। সম্ভবত জেশপ বিল্ডিং এ এই অফিস বিশেষ পর্যবেক্ষক এর জন্য।
পশ্চিমবঙ্গে সাত দফায় নির্বাচন। নির্বাচন কমিশনের আতশ কাঁচে বাংলা। সবদিক নজর রাখতে এই বিশেষ পর্যবেক্ষক বলে বিশেষ সূত্রের খবর। নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয়ের খুঁটিনাটি খেয়াল রাখবেন। দিল্লিতে নিয়মিত রিপোর্ট দেবেন তিনি। প্রথম দিন কলকাতায় পা রেখেই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্তাদের সেই বার্তা পৌঁছে দিতে চলেছেন অলোক সিনহা। সূত্রের খবর দিল্লির নির্বাচনীকর্তাদের বাংলার ভোট নিয়ে ভাবনা রাজ্যের মুখ্য নির্বাচনীকর্তাদের সামনে তুলে ধরবেন তিনি। সেই সঙ্গে দেবেন নির্দেশিকা।