কলকাতা

ফরেন্সিকে শিক্ষামন্ত্রীর গাড়ি, পরীক্ষা হবে ভাঙা কাঁচের

Education Minister's car in forensics, broken glass to be tested

Truth Of Bengal: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কর্মসূচিতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। বাম ও অতিবাম সংগঠনের সদস্যরা শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে সেদিন চরম দাদাগিরির নিদর্শন রেখেছিল সংগঠনগুলির সদস্যরা। গাড়ির বনেটে উঠে পড়া, কাঁচ ভাঙচুর, গাড়ি ঘিরে দাপাদাপি – কোন কিছুই বাদ যায়নি ছাত্রদের আন্দোলন থেকে।

এই পরিস্থিতির মধ্যে পড়ে শিক্ষামন্ত্রী গুরুতর অসুস্থ। কলকাতা এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছিল শিক্ষামন্ত্রীকে। সেদিন ছাত্র আন্দোলনের নামে যে অরাজক পরিস্থিতি তৈরি হয় তার নিন্দা জানায় রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ব্রাত্য বসুর গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ সূত্রে খবর, বিক্ষোভের মুখে পড়া শিক্ষামন্ত্রীর গাড়ির ফরেনসিকের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ভাঙা কাঁচের ফরেনসিক করা হবে। ফরেনসিক-এর রিপোর্টের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া আরও এগোবে বলে মনে করছে পুলিশ। উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাম এবং অতিবাম সংগঠনের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে।

শিক্ষামন্ত্রীকে হেনস্তার পিছনে প্রাক্তনীদেরও মদত ছিল বলে অভিযোগ ওঠে। এর পিছনে আগে থেকেই ষড়যন্ত্র ছিল এমন বেশ কিছু তথ্য সামনে উঠে আসে। যেভাবে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে বসে পড়া, ইট নিয়ে আসা, কাঁচ ভাঙার কথা বলা হয় তা থেকে স্পষ্ট হয় গভীর ষড়যন্ত্রে তত্ত্ব।

Related Articles