কলকাতা

কাকভোরে নিয়োগ দুর্নীতিকাণ্ডের ‘মিডলম্যান’ প্রসন্নের ফ্ল্যাটে ইডির হানা

SSC Recuirtment Scam

The Truth of Bengal: নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বৃহস্পতিবার সাত সকালেই মাঠে নেমে পড়ল ইডি। সাড়ে ৬টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিউটাউনের এক অভিজাত আবাসনে হানা দিয়েছে। এই অভিজাত আবাসনের যে ফ্ল্যাটে কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালাচ্ছেন সেই ফ্ল্যাটটি এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া মিডলম্যান প্রসন্ন রায়ের। সূত্রের খবর, ‘দুর্নীতি’র তদন্তে বৃহস্পতিবার শহরের ৬ জায়গায় হানা দিয়েছে দিয়েছে তাঁরা।

এদিন সাতসকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিউটাউনের বলাকা আবাসনে প্রসন্ন রায়ের দুটি ফ্ল্যাট, আইডিয়াল টাওয়ারে প্রসন্নর আরেকটি ফ্ল্যাট এবং নিউটাউনের অফিসে পৌঁছে যান ED-র আধিকারিকরা। মুকুন্দপুরের নয়াবাদের একতা আবাসনেও হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।

তবে বেলা গড়াতেই প্রসন্ন রায়ের নতুন সম্পত্তির হদিশ পায় ইডি। নিউটাউন রাজারহাটের পাথরঘাটাতে টেকনো সিটি থানার অন্তর্গত এলাকায় একটি বাগানবাড়ি রয়েছে তাঁর। আইডিয়াল ভিলার বাংলোতে প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করেই এই নতুন সম্পত্তির হদিশ পান ইডি আধিকারিকরা। সেখানে পৌঁছে তল্লাশি শুরু করেছে অফিসাররা।

Free Access

Related Articles