অরন্যে ভবনে ইডি আধিকারিকরা, জ্যোতিপ্রিয় মল্লিকের দফতরে হানা…
ED officials raided Jyotipriya Mallick's office in Aranya Bhavan

The Truth Of Bengal: বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দফতরে ইডি। রেশন দুর্নীতির তদন্তে এবার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দফতরে ইডি আধিকারিকরা। সঙ্গে থাকেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা।
রেশন দুর্নীতি মামলার তদন্তে এবার বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দপ্তর অরণ্য ভবনে ঢুকলো ইডি আধিকারিকরা। একইসঙ্গে থাকেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। ব্যাংকের আধিকারিকরা সঙ্গে নিয়ে হানা অরন্য ভবনে। ভবনে অভিযান চালান ইডি আধিকারিকরা, খতিয়ে দেখেন বিভিন্ন নথি। কথা বলেন বনফতরের আধিকারিকদের সঙ্গে।
রেশন দুর্নীতি মামলার তদন্তে এবার বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দপ্তর অরণ্য ভবনে ঢুকলো ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী জওয়ানের পাশাপাশি ব্যাংক আধিকারিকদের নিয়ে আজ একটা নাগাদ অরণ্য ভবনে ঢোকেন তারা। রেশন দুর্নীতির যোগ জড়িয়ে রয়েছে অরণ্য ভবন পর্যন্ত ইতিমধ্যে তদন্তে উঠে এসেছে তাই সেই সংক্রান্ত বিষয় নথি খতিয়ে দেখতে এবং অরণ্য ভবন অর্থাৎ বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন।
Free Access