আয়োজিত হল পূর্ব রেলওয়ের ১২৭ তম জেড আর ইউ সিসি সভা
Eastern Railway's 127th ZRU CC meeting organized

Truth Of Bengal: পূর্ব রেলওয়ের ১২৭তম জোনাল রেলওয়ে ব্যবহারকারী পরামর্শদাতা কমিটির (জেডআরইউসিসি) সভা সোমবার কলকাতায় পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউসকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হল। জেডআরইউসিসি-র প্রায় ২১ জন সদস্য উপস্থিত ছিলেন মিটিংয়ে, যাঁদের মধ্যে রয়েছেন সাংসদ খলিলুর রহমান, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বিহার বিধানসভার বিধায়ক লালন কুমার, ঝাড়খণ্ড বিধানসভার বিধায়ক হেমলাল মুর্মু।
বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের মনোনীত সদস্য এবং প্রতিনিধিরা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপু মণি, লোকসভার সাংসদ মিতালি বাগ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান এবং পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ড-সহ বিভিন্ন স্থানের বিভিন্ন চেম্বার অব কমার্সের সদস্যরাও উপস্থিত ছিলেন বৈঠকে।
পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউসকার জেডআরইউসিসি-র সকল সদস্যকে স্বাগত জানান। সভায় জেনারেল ম্যানেজার ২০২৪-২৫ সালে পূর্ব রেলওয়ের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন, যেমন বর্ধিত নিরাপত্তার সঙ্গে শূন্য দুর্ঘটনা, ১০০ মিলিয়ন টনেরও বেশি রেকর্ড পরিমাণ মালবাহী পরিবহণ, ১২-কোচের ইএমইউ লোকাল ট্রেনের জন্য শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণ, ট্রেন পরিষেবার সময়ানুবর্তিতা উন্নত করা।
তিনি জানিয়েছেন, মেল/এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে ৮৪ শতাংশ এবং শহরতলির ট্রেন পরিষেবার ক্ষেত্রে ৮৭ শতাংশ সময়ানুবর্তিতা দেখা গিয়েছে। এই প্রসঙ্গে জিএম অবহিত করেন যে, পূর্ব রেলওয়ে ১৩৯ রুট কিলোমিটারের জন্য বিভাগীয় গতি ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং ৩৮৯ রুট কিলোমিটারের জন্য ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায় উন্নীত করেছে। হাওড়া-গয়া, হাওড়া-ভাগলপুর এবং বারাণসী-দেওঘরের মধ্যে ৩টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হচ্ছে। জেনারেল ম্যানেজার বিভিন্ন স্টেশনে যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য পূর্ব রেলের উদ্যোগের কথাও উল্লেখ করেছেন, যেমন ১৮টি লিফট এবং ২টি এসকেলেটর স্থাপন।
তাছাড়া, জেনারেল ম্যানেজার আরও উল্লেখ করেছেন, ২০২৪-২৫ সালে পূর্ব রেল ৩৮টি স্টেশনে ট্রেন ইন্ডিকেশন বোর্ড এবং ১৯টি স্টেশনে কোচ ইন্ডিকেশন বোর্ড প্রদান করেছে যেখানে মেইল/এক্সপ্রেস ট্রেনের স্টপেজ রয়েছে। এছাড়াও, বিভিন্ন স্টেশনে নতুন প্ল্যাটফর্ম শেড, ফুটওভার ব্রিজ, স্টিলের বেঞ্চ এবং চেয়ার, ওয়াটার কুলার প্রদান করা হয়েছে।
সভায় সাংসদ এবং বিধায়ক ও জেডআরইউসিসি-র অন্যান্য সদস্যরা পূর্ব রেল কর্মকর্তাদের কাছে তাঁদের বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরেন। সাংসদ খলিলুর রহমান ধুলিয়ানগঙ্গা এবং বহরমপুরে নতুন রোড ওভার ব্রিজ এবং নবনির্মিত নাসিপুর সেতু দিয়ে উত্তরবঙ্গগামী ট্রেন চালানোর পরামর্শ দিয়েছেন।
তিনি পূর্ব রেলের বিভিন্ন যাত্রীবান্ধব উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি জঙ্গিপুর স্টেশনের উন্নয়নের জন্যও অনুরোধ জানান। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, রেলওয়ে সকল ক্ষেত্রেই ভাল করছে। তবে তিনি খামারগাছি ও জিরাট স্টেশনের মধ্যে হল্ট স্টেশন তৈরি, ব্যস্ত সময়ে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে মহিলা স্পেশাল ট্রেন, গুড়াপ স্টেশনে নতুন ফুটওভার ব্রিজ তৈরির অনুরোধ করেন।