ধরাকে সরা জ্ঞান করলেই খসবে দম্ভ, গুনতে হবে মাশুল, দমদম পার্ক ভারতচক্রের পুজোয় বার্তা দিচ্ছেন শিল্পী
Durga Pujo 2023

The Truth of Bengal,Mou basu: আমি-তুমি নিমিত্ত মাত্র। দেবী মহামায়াই আসল নিত্য। ভ্রমের বশে ধরাকে সরা জ্ঞান করলেই মাশুল গুনতে হবে। উমেদারদের হাততালির শব্দ ছাপিয়ে প্রশ্ন শুনতে হবে, ‘রাজা তোর কাপড় কোথায়?’। এবারের পুজোয় এই চিরাচরিত সত্যিকেই তুলে ধরেছে দমদম পার্ক ভারতচক্র। প্রতিবছরই নজরকাড়া থিমে চমক দেয় দমদম পার্ক ভারতচক্র। এবছরে তাদের থিমের ট্যাগলাইন ‘তুমি তারেই করো অবহেলা, যার ইশারায় সকল খেলা।/ ভাগ্য নাচে সুতোর টানে, পুতুল নাচের চক্র কথা।।’ এবারের পুজোয় সামগ্রিক সৃজনের দায়িত্বে রয়েছেন শিল্পী অনির্বাণ দাস।দমদম পার্ক ভারতচক্রের পুজোর থিম নিয়ে বলতে গিয়ে অনির্বাণ জানান, দেবী দুর্গা বিশ্বজননী, লোকমাতা।
মায়েরই খেলা চলে গোটা জগৎ সংসারজুড়ে। সৃষ্টি, স্থিতি প্রলয়ের পরমা মহাশক্তি তিনিই, তিনি মহামায়া। দেবতাদের তিনি প্রয়োজনে মায়ায় আচ্ছন্ন করে রাখতে পারেন। ডুবিয়ে দিতে পারেন যোগনিদ্রায়। এমনই তাঁর ঐশী ক্ষমতা। দেবলোকে তাই তিনি যোগমায়া চণ্ডী। অমিত বুদ্ধি আর বিপুল বোধের কারণেই প্রাণীকূলের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। কিন্তু তাকেও দেবী মহামায়া দিয়েছে অহঙ্কার, দম্ভ, যা মানুষকে সমানে বিপথে, চোরাপথের গোলক ধাঁধায় চালনা করে। নির্জনে প্রলয় সৃষ্টির পুতুল খেলা খেলে চলেছেন দেবী মহামায়া।
রাজা, উজির, পুরোহিত, ফকির, হরেক কিসিমের পুতুল রয়েছে তাঁর খেলাঘরে। সবাইকে নিয়ে এক নিপুন পুতুলনাচের ইতিকথা লিখে চলেছেন দেবী দুর্গা। তিনিই আবার রাজার চোখে লেপে দেন ক্ষমতার রং। ঘোর লাগে রাজার। ভ্রমের নেশায় বুঁদ রাজা নিজেকে বিধাতার চেয়েও শ্রেষ্ঠ ভেবে বসেন। শাসন করেন, বিচার করেন, তিনিই আবার দেবীর মূর্তি গড়ে দান খয়রাতে ভরিয়ে দেন। তাঁকে নিয়েই পুতুল খেলায় মজে রাজা। কিন্তু সময় হলেই দেবী রাজার চোখের ভ্রম দূর করে কঠোর বাস্তবের সামনে দাঁড় করান। বিচার হয় রাজার। খসে পড়ে রাজার ক্ষমতার দম্ভ। আস্ফালনের দণ্ড।’
Free Access