কলকাতা

ডাফ স্কুলের শ্লীলতাহানি কাণ্ডে অভিভাবকদের চার দফা দাবি মানল কর্তৃপক্ষ

Duff School molestation case: School authorities accept parents' 4-point demand

Truth Of Bengal: রাজমিস্ত্রির বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল উত্তর কলকাতার শ্যামপুকুরের ডাফ স্কুলে। আর তা নিয়ে ছড়িয়ে পড়েছিল উত্তেজনা। শুক্রবার এই ঘটনা নিয়ে অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসে স্কুল কর্তৃপক্ষ। সেখানেই বেশ ছাত্রীদের সুরক্ষা নিয়ে হয় বিস্তর আলোচনা। জানা গিয়েছে, বৈঠকের  সময় অভিভাবকদের তরফে চারটি দাবি করা হয়।

প্রথমত, সিসিটিভি এবং পরিচালিকার সংখ্যা বৃদ্ধি। দ্বিতীয়ত, স্কুল চলাকালীন সময় রাজমিস্ত্রিদের কাজ বন্ধ করা। তৃতীয়ত, শৌচাগারে পর্যাপ্ত আলোর বন্দোবস্ত। আর এদিন অভিভাবকদের প্রায় সবকটি দাবি মেনে নিয়েছিল ডাফ স্কুল কর্তৃপক্ষ। কিন্তু তবুও বেশ কয়েকজন অভিভাবরা অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের যুক্তি, ‘কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছেন বটে। তবে কবে থেকে কার্যকর হবে তা এখন অস্পষ্ট রয়েছে। তাই সন্তানদের স্কুলে পাঠান নিয়ে এখন তাঁরা আতঙ্কিত আছেন।‘

উল্লেখ্য, বৃহস্পতিবার ডাফ স্কুলের প্রাথমিকের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে রাজমিস্ত্রির বিরুদ্ধে। অভিযোগ, লজেন্স খাওয়ানোর লোভ দেখিয়ে শৌচাগার থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হচ্ছে। এরপরেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্কুলের সামনে বিক্ষোভের মাঝে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।  তারপরেই এদিন অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসলেন কর্তৃপক্ষ।

 

Related Articles