কলকাতায় রাতের আকাশে ড্রোন আতঙ্ক, তদন্তে লালবাজার ও কেন্দ্রীয় গোয়েন্দারা
Drone scare in Kolkata's night sky, Lalbazar and central intelligence agencies investigating

Truth Of Bengal: সোমবার গভীর রাতে হঠাৎই কলকাতার আকাশে দেখা গেল সাতটি অজানা ড্রোন। রাতের অন্ধকারে একের পর এক ড্রোন শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ঘোরাফেরা করায় শুরু হয়েছে চাঞ্চল্য। এই ঘটনা নিয়ে তৎপর হয়েছে কলকাতা পুলিশ ও গোয়েন্দা বিভাগ।
প্রথমে মহেশতলা ও বেহালার দিক থেকে ড্রোনগুলি উড়ে আসতে দেখা যায়। এরপর সেগুলি হেস্টিংস এলাকায় ঢোকে, যেখানে রয়েছে ফোর্ট উইলিয়াম ও দ্বিতীয় হুগলি সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থান। পরে ড্রোনগুলি ময়দানের উপর দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে উড়ে বেড়ায়। জওহরলাল নেহেরু রোডের একটি বহুতলের কাছেও ড্রোনগুলিকে দেখা যায়। পরে পাঁচটি ড্রোন চলে যায় পার্ক সার্কাসের দিকে, আর বাকি দুটি উড়ে যায় উত্তর কলকাতায়।
হেস্টিংস থানার পুলিশ প্রথমে ঘটনাটি দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে লালবাজারে খবর পাঠায়। এরপর শহরের বিভিন্ন থানাকে সতর্ক করে দেওয়া হয়। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ও গোয়েন্দারা ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর, কিছুদিন আগেই কাশ্মীরে পাকিস্তান ড্রোনের মাধ্যমে হামলার চেষ্টা করেছিল। সেই কারণে এই ঘটনার গুরুত্ব আরও বেড়েছে। ড্রোনগুলির উদ্দেশ্য গুপ্তচরবৃত্তি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কারা এই ড্রোন পাঠাল? তাদের উদ্দেশ্য কী? শহরের নিরাপত্তা নিয়ে কি নতুন করে ভাবতে হবে? এই প্রশ্নগুলো এখন ঘুরছে পুলিশের তদন্তে। পাশাপাশি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও তদন্ত শুরু করেছে, এবং ইস্টার্ন কম্যান্ডের আধিকারিকরাও নজর রাখছেন ঘটনার উপর। কলকাতার আকাশে এই অজানা ড্রোনের উপস্থিতি শহরবাসীকেও চিন্তায় ফেলেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ প্রশাসন।