কলকাতা

‘ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলবেন না’’, কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান মুখ্যমন্ত্রীর

"Don't play ungodly games with religion," says CM at Kalighat Skywalk inauguration

Truth Of Bengal: বাংলার সম্প্রীতির আবহ বজায় রাখার আবারও আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মেগা কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলবেন না। আইন হাতে তুলে নেবেন না। ’’একইসঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সহিষ্ণুতার পরম্পরা রক্ষার আবেদন করেন।তিনি বলেন, ধর্ম মানে শান্তি, শ্রদ্ধা,সংস্কৃতি।

ক্ষমতায় আসার পর দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াক তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কাইওয়াকের উদ্বোধনের দিনই মমতা কালীঘাটে স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন। সেটা ছিল ২০১৮ সালের নভেম্বর মাস। দক্ষিণেশ্বরের মতোই কালীঘাটের স্কাইওয়াক তৈরির জন্য অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার। এসপি মুখার্জি রোড থেকে কালীঘাট টেম্পল রোড পর্যন্ত প্রায় সাড়ে চারশো মিটার লম্বা একটি স্কাইওয়াক তৈরির বরাতও দেওয়া হয়। ঠিক হয় স্কাইওয়াক ওঠার জন্য থাকবে   চলমান সিঁড়ি। শুরুর দিকে দোকানপাট সরানো, হকারদের আপত্তি নিয়ে কথা চালাতে হয় পুরপ্রশাসনকে।

সেকথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন,হকার্সদের রুটি রুজির যাতে  সমস্যা না হয়,সেজন্য হাজরাপার্কে বিকল্প ব্যবস্থা করা হয়। সেখানে এতদিন বিক্রিবাটা করতেন হকারেরা। কথামতো কালীঘাটে যাতে ডালি সহ অন্যান্য কাজ হকার্সরা করতে পারে সেজন্য হকার্স কর্ণার তৈরি করা হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন। প্রসঙ্গতঃ ৫০০মিটার লম্বা ও ১০মিটার চওড়া  হকার্স কর্ণারে বেচাকেনার আগামী দিনে সুবিধা পাবেন হকাররা।

বাংলার ঐতিহ্যবাহী তীর্থ পর্যটনের বিকাশে আধুনিক স্কাইওয়াক দর্শনার্থীদের কালীঘাট মন্দির দর্শনে সুবিধা করে দেবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মহাতীর্থে পর্যটনের দুয়ার উন্মুত্ত হয়ে যাবে বলে বার্তা দিয়েছেন তিনি। সতীপীঠকে আরও আকর্ষণীয় আঙ্গিকে তুলে ধরতে তত্পর প্রশাসন। রাজ্যের অন্যান্য তীর্থস্থানের মতোই ঢেলে সাজানো হয়েছে কালীঘাটকে।

Related Articles