কলকাতা

ধরনার সময়সীমা বাড়াতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসকরা

Doctors approach High Court seeking extension of dharna period

Truth Of Bengal: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস। আরজিকর কাণ্ডে বিচারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ডোরিনা ক্রসিং-এ ধর্না চালাতে চেয়ে আদালতে যাচ্ছে ডাক্তাররা। নবান্নের মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি চিকিৎসকদের। নিজাম প্যালেসে তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করার জন্য ডাক্তারদের তরফে দেওয়া হয়েছে চিঠি। সিবিআই-এর তদন্তকারী অফিসার সীমা পহুজাকে ইমেইল।

ধরনার নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস। আরজিকর কাণ্ডে বিচারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ডোরিনা ক্রসিং-এ ধরনা চালিয়ে যেতে চান চিকিৎসকদের একটি অংশ । নবান্নের মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠিও দেন চিকিৎসকরা। অন্য দিকে নিজাম প্যালেসে তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করার জন্য ডাক্তারদের তরফে দেওয়া হয়েছে চিঠি।

সময় সীমা অতিক্রান্ত হওয়ার পর আজ আবার দুপুর সাড়ে বারোটার সময় এই মামলার শুনানি হতে চলেছে সিঙ্গেল বেঞ্চে। এর আগে অবশ্য অবস্থান নিয়ে মামলার সিঙ্গেল বেঞ্চের রায় কি বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চ। তবে আজ আবারো এই অবস্থান চালিয়ে যাওয়ার রাই কি হয় সেদিকেই নজর কোটা রাজ্যের। অন্যদিকে নির্যাতিতার বাবা এবং মা এই অবস্থান মঞ্চে এসে তাদের সাথে ঘটে যাওয়া নিশংস অপরাধের বিচার চেয়ে দাবি তোলেন।

সিবিআই তার তদন্ত প্রক্রিয়ার প্রথম দফার চার্জ সিট জমা দিয়েছে। এমনকি নিম্ন আদালতে সাক্ষীদের গোপন জবানবন্দিও প্রায় একপ্রকার নেওয়া হয়ে গিয়েছে। তার পরেও বিচার প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়ার উপর অসন্তোষ প্রকাশ করে হাইকোর্টে দ্বারস্থ হতে দেখা গিয়েছে তাদের দাবি তদন্ত প্রক্রিয়া অবিলম্বে হাইকোর্টের হস্তক্ষেপ করা উচিত না হলে তদন্ত প্রক্রিয়ায় নামে গুরুত্বপূর্ণ তথ্য তোমার লোপাট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। তবে এই মামলার পরবর্তী শুনানি ১৫ই জানুয়ারি রাখা হয়। তবে আজ মেয়াদ উত্তীর্ণ অবস্থান-বিক্ষোভের মেয়াদ বারে কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য ।

Related Articles