কলকাতা-লন্ডন বিমান নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে কটাক্ষ দিলীপের
Dilip Ghosh slams CM's move on Kolkata-London flight

Truth of Bengal: কলকাতা থেকে লন্ডনের মধ্যে সরাসরি উড়ান দীর্ঘ বছর ধরে বন্ধ। তাই বিমান পরিষেবা চালু করতে একাধিকবার কেন্দ্রের কাছে আবেদন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে কোন লাভের লাভ হয়নি। সেইজন্য লন্ডন সফরে যেতেই লন্ডন থেকে কলকাতা পর্যন্ত ফের সরাসরি উড়ান পরিষেবা চালুর জন্য জোরালো সওয়াল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই বাম আমলে বন্ধ হয়ে যাওয়া কলকাতা ও লন্ডনের মধ্যেকার সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালুর সম্ভাবনা জোরালো হয়েছে ।
মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে একেবারে ভালোভাবে মেনে নিতে পারেনি দিলীপ ঘোষ। বিজেপি নেতার যুক্তি, ‘এতদিন কেন তিনি চালু করেননি? কোন লোক না হলে কেন বিমান চলবে? লোক নেই বলে বন্ধ হয়ে গিয়েছে।‘ বলা বাহুল্য, কলকাতা এবং লন্ডনের মধ্যে বিমান পরিষেবা ২০০৮ সালের মার্চ মাস পর্যন্ত চালু ছিল । তা বাম আমলে বন্ধ হয়ে যায়।
সেটাকেই পুনরায় চালু করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ, বর্তমান সময় দাঁড়িয়ে এখন কলকাতা থেকে অনেকই লন্ডনে প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন। তাই সরাসরি বিমান পরিষেবা চালু হলে অনেক সুবিধা হবে আমজনতার। সেইজন্য লন্ডনের ভারতের হাইকমিশনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তুলে ধরেছিলেন এই অসুবিধার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ লন্ডন থেকে সরাসরি একটি বিমান থাকলে সকলের খুব সুবিধা হবে । আমি ইউকের অ্যাম্বাসেডরকেও বিষয়টি দেখার অনুরোধ করব । আগে ব্রিটিশ এয়ারওয়েজের বিমান ছিল । এখন এই পরিষেবা পুনরায় চালু হলে অনেক সুবিধা হবে ।‘ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই জোরালো আবেদনের পরেই কলকাতা-লন্ডন সরাসরি বিমান চালুর পরিকল্পনা শুরু হয়েছে।