কলকাতা

অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন দিলীপ ঘোষ

Dilip Ghosh finally tied the knot with Satpaka

Truth Of Bengal: জীবনের ষাট বসন্ত পার করার পর বিয়ের পিঁড়িতে বসলেন দিলীপ ঘোষ। সংঘের কৌমার্য ছেড়ে বিজেপির দাপুটে নেতা সংসারী হলেন। রাজ্য বিজেপির নেতাদের মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষকে। নিউটাউন থানার পুলিশ মুখ্যমন্ত্রীর পুষ্পস্তবকও শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন দিলীপ ঘোষকে। বিজেপির রঙিন চরিত্রের এই সাতপাকে বাঁধা পড়ার ঘটনা রাজনীতি নির্বিশেষে মানুষের কাছে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

রাজনীতির বর্ণময় চরিত্র দিলীপ ঘোষের জীবন খাতায় যুক্ত হল নতুন অধ্যায়। অনাড়ম্বর জীবনদর্শনে বিশ্বাসী দিলীপ ঘোষ এবার জীবনসঙ্গিনী বেছে নিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শ মেনে আড়ম্বরহীন জীবন কাটানোর কথা তুলে ধরতেন দিলীপ ঘোষ। আন্দামানে একসময় আরএসএসের প্রচারক ছিলেন তিনি। আরএসএস ছাড়ার পর রাজনীতির আঙিনায় এসে বরাবরই চালিয়ে খেলতে অভ্যস্ত গেরুয়া নেতা।

চিত্র: নিজস্ব

সোজা ব্যাটে বেপরোয়া ভক্তিতে বাউন্সার দেন দিলীপ ঘোষ। বিতর্ক-কটাক্ষ সবকিছুকে পিছনে ফেলে কয়েকমাস আগে তিনি রিঙ্কু মজুমদার নামে এক বিজেপি নেত্রীর প্রেমে পড়েন।মন দেওয়া –নেওয়ার পর কম টানাপোড়েন হয়নি। কারণ রিঙ্কু মজুমদারের এক সন্তান রয়েছে। বিবাহ বিচ্ছিন্না সেই বিজেপি নেত্রীকে ঘরে নিয়ে আসবেন কিনা তাই নিয়ে বারবার ভাবেন। ৩মাস সময় চেয়ে নেন রিঙ্কু মজুমদারের কাছে। তাঁকে ঘরনী রূপে ঘরে তোলার আগে মায়ের সঙ্গে কথা বলে নেন দিলীপ ঘোষ। ইডেনে খেলা দেখার সময় প্রেসবক্সে পাকা কথা হয়।

চিত্র: নিজস্ব

কিন্তু তাতেও বাধা কম ছিল না। সংঘের নেতারা বিয়ে না করার জন্য প্রস্তাব দেন বলে সূত্রের খবর। সেই কথা কানে তোলেননি গেরুয়া নেতা। ততদিনে দিলীপ ঘোষ রিঙ্কু ঘোষকে জীবন সঙ্গিনী করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। জনমনে যাতে কোনও  সংশয় না তৈরি হয় সেজন্য বিজেপির নেতারা শুক্রবার চলে যান দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতে।রাজনৈতিক সৌজন্যের নজির গড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিত্র: নিজস্ব

নিউটাউন থানার পুলিশ মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন দিলীপ ঘোষের কাছে। হবু দম্পতিকে উপহারও পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। রিঙ্কু মজুমদারের সঙ্গে চার হাত এক করে জীবনের নতুন ইনিংস শুরু করছেন দিলীপ ঘোষ। কতটা প্রেরণা জোগাবেন তিনি? বিজেপির নেতারা কী বলছেন?

চিত্র: নিজস্ব

কিভাবে দেখছেন এই সাতপাকে বাঁধা পড়াকে? লোকসভায় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষকে বোল্ড আউট করেন কীর্তি আজাদ। প্রতিপক্ষ শিবিরের খিলাড়ির বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা শুনে আপ্লুত ক্রিকেটের ক্রিজ ছেড়ে রাজনীতির ব্যাট তুলে নেওয়া কীর্তি আজাদ।

চিত্র: নিজস্ব

কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্য  নববিবাহিত দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন। খুবই কম আত্মীয়-অতিথিদের আমন্ত্রিতের তালিকায় রাখা হয়েছে। দিলীপ ঘোষের বিয়ের মেনুতে  ভাত, ডাল, সবজি, কাতলা মাছের কালিয়া যেমন ছিল,তেমনই আবার রসগোল্লা ও আইসক্রিমও অতিথিদের জন্য রাখা হয়েছে।

Related Articles