কলকাতা

সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি পন্য বয়কটের ডাক দিলীপ ঘোষের

Dilip Ghosh Calls for Boycott of Bangladeshi Products on Social Media

Truth of Bengal: বেশ কয়েক মাস থেকেই বাংলাদেশে হিন্দু নির্যাতনকে কেন্দ্র করে উত্তাল দুই দেশ। আর এই সবকিছুর মধ্যেই বাংলাদেশী পণ্য বয়কটের ডাক বিজেপি নেতা দিলীপ ঘোষের।  মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সেই পোস্টটি। পোস্টে তিনি লেখেন,  “আমাদের দেশে পণ্য বিক্রি করে সেই টাকা ভারতবিরোধী কাজেই লাগায় বাংলাদেশ।”

বেশ কয়েক মাস যাবৎ হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তাল হয়ে আছে বাংলাদেশ। বহুবার বাংলাদেশের তরফ থেকেও ভারতীয় পণ্য বয়কটের দাবি উঠে আসে। এই সবকিছুর মাঝে  চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার কাণ্ডের পরেই মৌলবাদীদের তাণ্ডব আরও তীব্র হয়েছে। বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ। বহুবার ভারতবিরোধী স্লোগানও উঠে এসেছে ওপার থেকে । এমনকি কলকাতা দখলের হুমকিও দেওয়া হয়েছে।

আর এবার আমাদের ভারত থেকে সোশাল মিডিয়ায় বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি ফেসবুকে পোস্ট করেছেন, “আমাদের দেশে পণ্য বিক্রি করে সেই টাকা ভারতবিরোধী কাজেই লাগায় বাংলাদেশ। তাই বাংলাদেশের পণ্য কেনা বন্ধ করুন।”

গত বছর  নভেম্বর মাস থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতন আরও বেশি বৃদ্ধি পেয়েছে। শুধু এখানেই থিম থাকেনি বাড়ি-দোকানপাটে হামলার পাশাপাশি সংখ্যালঘুদের পিটিয়ে মারারও অভিযোগ উঠেছে বহুবার।  ইসকনের মন্দির ভাঙচুর করা হয়েছে। এই নিয়ে বহুবার ভারতের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। সম্প্রতি ঢাকা সফরে গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিসরি তাতেও হিন্দু নির্যাতন রুখতে  কোনও পদক্ষেপ গ্রহণ করেনি মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার।

Related Articles