কলকাতা

‘ও মধু ও মধু, আই লাভ ইউ’, মুখ্যমন্ত্রীর সামনেই গান ধরলেন দেব

dev sings o madhu infront of cm mamata banerjee

Truth Of Bengal: ১ থেকে ৮ জানুয়ারি স্টুডেন্টস উইক (ছাত্র সপ্তাহ) পালনের ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই উপলক্ষে আজ ধনধান্য সভাগৃহে সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছাত্র এবং শিক্ষা মহলের উদ্দেশে বার্তা দেন তিনি।  এদিন মঞ্চে উপস্থিত ছিলেন দেব, রচনা, জুন, সায়ন্তিকা থেকে ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন।

এদিকে মাইক হাতে নিতেই দেবকে গান গাইতে অনুরোধ করেন সকলে। দেব বলেন, “সিএমের সামনে আমার সব গুলিয়ে যায়!” এরপরই আমতা আমতা করে দেবকে বলতে শোনা যায়, “একটা গান আমার মাথায় এসেছে, কিন্তু এটা গাইলে এখন থেকেই ট্রোল হতে শুরু করব!”

মুখ্যমন্ত্রীও ছাড়ার পাত্রী নন। বলেন, “তুমি যা পারো তাই গাও।” এরপরই দেব গেয়ে উঠলেন, “হে ইউ, লিসেন টু মি, ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ, ও মধু, ও মধু, আই লাভ ইউ।” আর প্রিয় অভিনেতার গলায় এই গান শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন দেবের অনুগামীরা।

Related Articles